এটি একটি ম্যারেজ মিডিয়া ওয়েবসাইট। এটির যাত্রা শুরু হয় জানুয়ারির ১ তারিখ ২০২৪ । এখানে সিটিজি সম্প্রদায়ের পাত্রপাত্রীর বায়োডাটা খোঁজা ও অভিভাবকের সাথে যোগাযোগ করা যায়। একই সাথে পাত্র-পাত্রী চাইলে ওয়েবসাইটে বায়োডাটা তৈরি করে জমা দিতে পারে।
সম্পূর্ণ বিনামূল্যে বায়োডাটা জমা দেয়া যায়।
না, শুধু মাত্র সিটিজি সম্প্রদায়ের জন্য উন্মুক্ত।
আপনার বায়োডাটা এপ্রুভ করা হলে আপনার ও আপনার পিতা-মাতার নাম, মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস গোপন রাখা হবে। বাকি সকল তথ্য সাধারণ ইউজাররা দেখতে পারবে। অর্থাৎ সাধারণ ইউজাররা আপনার বায়োডাটা পড়তে পারবে কিন্ত আপনার পরিচয় জানতে পারবে না। যদি কেউ বিয়ের জন্য যোগাযোগ করতে আগ্রহী হয় তাহলে কানেকশন ব্যবহার করে আপনার নাম, অভিভাবকের মোবাইল নাম্বার ও ইমেইল এড্রেস দেখতে পারবে এবং বিয়ের জন্য যোগাযোগ করতে পারবে।
বিভিন্ন কারণে বায়োডাটা এপ্রুভ করা হয় না। তার মাঝে কয়েকটি কারণ উল্লেখ করা হলো।
১/ যদি অভিভাবককে না জানিয়ে আমাদের ওয়েবসাইটে বায়োডাটা জমা দেয়া হয়।
২/ অভিভাবকের নাম্বারের ঘরে নিজের নাম্বার লিখে রাখলে।
৩/ বায়োডাটাতে কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে। বিশেষ প্রশ্নের উত্তর স্পষ্ট ভাবে না দিয়ে অন্য ভাবে দিলে। যেমনঃ অনেকেই শুধু “আলহামদুলিল্লাহ” বা “হুম” ইত্যাদি লিখেন, অথচ এটি দ্বারা হ্যাঁ/না স্পষ্টভাবে বোঝা যায় না ।
৪/ সিটিজি সম্প্রদায় ও এই ওয়েবসাইটের সাথে সাংঘর্ষিক কোনো কিছু লিখলে।
খেশম্যাচিং সরাসরি পাত্র/পাত্রীর মাঝে যোগাযোগ করাকে সমর্থন করে না। শুধুমাত্র পাত্র/পাত্রীর অভিভাবকের সাথেই যোগাযোগ করতে পারবেন।
আমাদের ওয়েবসাইটে বায়োডাটা তৈরি করতে হলে অবশ্যই পাত্র/পাত্রীর অভিভাবকের অনুমতি নিয়ে জমা দিতে হবে। অন্যথায় বায়োডাটা এপ্রুভ করা হয় না।
হ্যাঁ, পারবেন। তবে অবশ্যই আপনার অভিভাবকের অনুমতি নিয়ে বায়োডাটা তৈরি করতে হবে।
হ্যাঁ, আপনার যখন ইচ্ছা তখন বায়োডাটা ডিলিট করতে পারবেন।
আমাদের বায়োডাটা ফর্মে অনেক ব্যক্তিগত প্রশ্ন রয়েছে, যেগুলোর উত্তর একমাত্র পাত্র/পাত্রী নিজেই ভাল জানেন। অন্য কেউ যদি বায়োডাটা তৈরি করে দেয়, তাহলে সেই প্রশ্নগুলোর উত্তর বাহ্যিকভাবে সত্য হলেও কিছু ত্রুটি থেকে যেতে পারে। এজন্য যিনি পাত্র/পাত্রী তাকেই লিখতে হবে, এমন শর্ত আবশ্যক করা হয়েছে।
এক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারে দক্ষ ব্যক্তিকে পাশে বসিয়ে আপনি বায়োডাটায় উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর বলে দিবেন। ঐ ব্যক্তি আপনার বায়োডাটার তথ্যগুলো টাইপ করে আপনার বায়োডাটা তৈরিতে সাহায্য করবে।
না। খেশম্যাচিং এর মাধ্যমে বিয়ে করলে কোনো প্রকার বিবাহ পরবর্তী চার্জ পরিশোধ করতে হয় না।
না, আপাতত শুধুমাত্র সিটিজির মধ্যেই কার্যক্রম পরিচালনা করছে।
আপনি কানেকশন ব্যবহারের মাধ্যমে কোনো বায়োডাটার যোগাযোগ তথ্য দেখে থাকলে, সেই বায়োডাটার ব্যাপারে কোনো অভিযোগ করতে চাইলে-
১. উক্ত বায়োডাটার নিচে Report বাটনে ক্লিক করুন। অথবা ড্যাশবোর্ড থেকে আমার ক্রয়সমূহ মেনুতে যান। সেখান থেকে অভিযুক্ত বায়োডাটার পাশের Report বাটনে ক্লিক করুন।
২. নির্ধারিত ফর্ম পূরণ করে আপনার অভিযোগ করুন।
কাস্টমার কেয়ার থেকে তা যাচাই করে উপযুক্ত পদক্ষেপ নেয়া হবে ইন শা আল্লাহ।
পাত্র/পাত্রী পক্ষের সাথে বিয়ের কথা চলা অবস্থায় আপনার বায়োডাটা হাইড করে রাখুন। এছাড়াও আপনি যে কোনো কারণে যে কোনো সময়কালের জন্য এক ক্লিকে বায়োডাটা হাইড করে রাখতে পারবেন। অর্থাৎ আপনার বায়োডাটা সার্চ রেজাল্টে দেখানো হবে না।
১. প্রথমে খেশম্যাচিং এ একাউন্টে লগইন করুন।
২. লগইন করার পর ড্যাশবোর্ডে যান অথবা উপরের ডান কোণে থাকা ইউজার আইকনে ক্লিক করুন।
৩. Biodata Status এর নিচে স্লাইড বাটনে ক্লিক করুন।
৪. আপনাকে একটি কনফার্মেশন পপআপ দেখাবে।
৫. Ok বাটনে ক্লিক করে বায়োডাটা হাইড করুন।
একই উপায়ে আবার যে কোনো সময় বায়োডাটা লাইভ করতে পারবেন। তবে কোন তথ্য এডিট করা হলে কাস্টমার কেয়ার আপনার বায়োডাটা আবার রিভিউ করবে।
১. প্রথমে খেশম্যাচিং এ লগইন করুন। খেশম্যাচিং অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট তৈরি করুন।
২. লগইন করার পর হোম পেজ বা ড্যাশবোর্ড থেকে বায়োডাটা তৈরি করুন বাটনে ক্লিক করুন।
৩. বায়োডাটা তৈরির পূর্বে খেশম্যাচিং এর শর্ত সমূহ পড়ুন এবং সম্মত হলে চেকবক্স চেক করে বায়োডাটা তৈরি করুন বাটনে ক্লিক করুন।
৪. বায়োডাটা ফর্ম প্রদর্শিত হবে। ফর্মে সকল তথ্য সঠিকভাবে দেয়া শেষ হলে বায়োডাটা রিভিউ পেজে প্রবেশ করবেন এবং সব তথ্য ভালভাবে পরিদর্শন করে Submit বাটনে ক্লিক করে বায়োডাটা জমা দিন।
৫. কয়েকদিনের মাঝে খেশম্যাচিং কাস্টমার কেয়ার থেকে আপনার অভিভাবক এবং আপনাকে কল করে ভেরিফাই করা হতে পারে।