Loading...

খেশ ম‍্যাচিং এর লক্ষ্য হচ্ছে, kheshmatching.com ওয়েবসাইটের মাধ্যমে বিয়ের জন্য শারীয়াসম্মত সিটিজি সম্প্রদায়ের ম‍্যারেজ মিডিয়া প্লাটফর্ম গড়ে তোলা যার মাধ্যমে সিটিজি পাত্রপাত্রীর সন্ধান সহজ করা এবং সিটিজির মধ্যে বিবাহে উৎসাহিত করা, পাত্রীর পরিবারের জন্য চিরঅভিশাপ- যৌতুকের বিরুদ্ধে সবাইকে সচেতন করা এবং নগদ মোহরানায় সুন্নাহ সম্মত বিয়েকে প্রচলিত করা।
এখন আমাদের সমাজে বিয়ে খুব কঠিন একটা বিষয়ে পরিনত হয়েছে।অপরদিকে আমাদের দেশে প্রচলিত ঘটকদের অনেকে শুধুমাত্র নিজের ফায়দা হাসিলের জন্য উভয় পক্ষের নিকট মিথ্যা আশ্বাস ও মিথ্যা কথা বলে থাকে যার ফলশ্রুতিতে অনেকেই অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়।
সিটিজির পাত্র-পাত্রী খুঁজে পাওয়া যেন আরও সহজ হয় এজন্য আমাদের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে যা নিয়ে আমরা প্রতিনিয়ত গবেষণা করছি। সকল সিটিজি ভাইবোনদের কাছে এ খেদমত দক্ষতার সাথে অতি শীঘ্রই পৌঁছে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের নিয়্যত পবিত্র রাখুন, আমাদের সকল নেককাজ সহজ করুন এবং বারকাহ দান করুন। আমিন।